প্রতিষ্ঠানের ইতিহাস
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, যা জুলাই ২০০৮ সালে প্রতিষ্ঠার পর হতে দেশে সাবমেরিন ক্যাবল এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মহাসড়কে সংযুক্ত রেখেছে। সর্বাধুনিক প্রযুক্তির সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতি দ্রুততার সাথে এবং সহজ পদ্ধতিতে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা রক্ষা করা সম্ভব হচ্ছে। দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের ক্যাপাসিটি ব্যাপক বৃদ্ধি, সারা দেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি এবং দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য হ্রাসের জন্য বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় আস্থার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী) Ordinance 2008 এর 5B ধারা বলে কক্সবাজারস্থ ল্যান্ডিং স্টেশনসহ SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলকে বিলুপ্তকৃত বিটিটিবি থেকে আলাদা করে “বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি)” নামক একটি নতুন কোম্পানি গঠন করা হয়। ২৪ জুন ২০০৮ ইং তারিখে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে Registrar of Joint Stock Companies And Firms (RJSC) বিএসসিপিএলসি-কে Certificate of Incorporation এবং Certificate of Commencement of Business প্রদান করে। ৩০ জুন ২০০৮ ইং তারিখে সরকারের সাথে Vendors Agreement স্বাক্ষরিত হয় এবং ০১ জুলাই ২০০৮ ইং তারিখ হতে বিএসসিপিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে কার্যক্রম শুরু করে। বিএসসিপিএলসি-এর মোট অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৪.৯১ কোটি টাকা।
প্রতিষ্ঠা লাভের পর থেকে বিএসসিপিএলসি একে একে সাফল্যের নানা দ্বার উন্মোচন করে আসছে যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাথমিকভাবে শুধু SMW4 এর মাধ্যমে ৭.৫ জিবিপিএস ব্যান্ডউইড্থ ক্যাপাসিটি নিয়ে বিএসসিপিএলসি যাত্রা শুরু করে। পরবর্তীতে দেশের ভবিষ্যৎ প্রয়োজনীয়তা উপলদ্ধি করে বিএসসিপিএলসি SMW5 সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামে যোগদান করে এবং ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন শেষে বাণিজ্যিকভাবে SMW5 এর মাধ্যমে সেবা প্রদান শুরু করে। বর্তমানে বিএসসিপিএলসি-এর মোট সক্ষমতা প্রায় 7220 Gbps-এ দাঁড়িয়েছে, যা কনসোর্টিয়ামের আপগ্রেড এবং লাইট-আপ এর মাধ্যমে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
দেশের ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা বিবেচনায় এবং প্রথম সাবমরিন ক্যাবলের আয়ুষ্কাল ২০৩০ সালে শেষ হবে বিধায় SMW6 কনসোর্টিয়ামের আওতায় দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে SMW6 সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন হবে। অদ্যাবধি প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি ৭৭%। উল্লেখ্য যে, তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের বিনিয়োগ বৃদ্ধির ফলে ক্যাপাসিটি ১৩,২০০ জিবিপিএস এ উন্নীত হয়েছে।